শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বন্দরের ডাকাতি মামলায় দুই জনের ১দিনের রিমান্ড

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : বন্দর থানার একটি ডাকাতি মামলায় দুই জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১১ ডিসেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মাদারীপুর সদর থানার জালালপুর এলাকার খোরশেদ মাঝির ছেলে আনোয়ার মাঝি ওরফে আনু (৩৫) ও একই থানার দুধখালী এলাকার কালা মিয়া সর্দার এর ছেলে মামুন সর্দার (২৮)। 

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতি মামলায় দুই জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর রাত পৌনে ৩ টার সময় আসামিরা সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বাদীর বসত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, মুখ ও মা বেঁধে রুমে আটক করে নগদ ৩ লক্ষ টাকা, ১৮ ভরি স্বর্ণ ও ১২ ভরি রুপার অলংকার, ২টি মোবাইল সেট নিয়ে যায়।

এই বিভাগের আরো খবর