বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

বন্দরে হামলায় নাসিকের ঠিকাদারের কর্মচারীসহ দুইজন জখম ২

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : ড্রেজার পাইপ স্থাপন কাজে বাধা দেওয়ার জের ধরে হামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঠিকাদারের কর্মচারীসহ ২ জন রক্তাক্ত জখম হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ র্মাচ) বেলা ১১টায় বন্দর থানার উত্তর নোয়াদ্দাস্থ সাত্তার চেয়ারম্যানের বাড়ি সামনে এ হামলার ঘটনা ঘটে।

 

সন্ত্রাসী হামলায় আহতরা হলো ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুর রশীদ (৪২) ও আফজাল হোসেন (৪৯)। এলাকাবাসী আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক আহত আফজালকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে।


 
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় আহত আফজাল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগসূত্রে জানা গেছে,  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের প্রধান রাস্তা নির্মান কাজ চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশনের কাজে ব্যাঘাত সৃষ্টি করে বন্দর থানার কাউতাখালি এলাকার মৃত আফুলী সিকদারের ছেলে মাহাবুব সিকদার, বাবুল শিকদারের ছেলে আনিল শিকদার, গাল মোহাম্মদ মিয়ার ছেলে আনোয়ার সিকদার ও সোবাহান মিয়ার ছেলে মানিকগংরা রাস্তা নির্মাণ কাজের উপর দিয়ে ড্রেজার পাইপ স্থাপনের পাঁয়তারা করে। ওই সময় ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুর রশীদ মিয়া বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আব্দুর রশীদকে বেদম মারপিট করে। রশিদের চিৎকারের শব্দ শুনে আফজাল বাঁচাতে আসলে হামলাকারিরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে নগদ ৪ হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এই বিভাগের আরো খবর