শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

বন্দরে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

বন্দর (যুগের চিন্তা ২৪) : দোকানের সামনে ময়লা ফেলানোর প্রতিবাদ করার জের ধরে রড সিমেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান বাদল (৪৫) কে বেদম পিটিয়ে ১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেঝে স্থানীয় সন্ত্রাসী গৌতম চৌধূরীসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। সোমবার দুপুরে বন্দর বাবুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। 

 

স্থানীয় এলাকাবাসী আহত ব্যবসায়ী বাদলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার কওে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহত ব্যবসায়ী স্ত্রী মাফুজা আক্তার বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

 

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর বাবুপাড়া এলাকার মৃত আইয়ুব আলী মিয়ার ছেলে মেহেদী হাসান বাদল মিয়া তার নিজ এলাকায় প্রাইম ট্রেডিং কর্পোরেশন নামে একটি রড সিমেন্টের দোকান রয়েছে।  প্রায় সময় বন্দর বাবুপাড়াস্থ দেওয়ানবাড়ী এলাকার নিজাম মিয়ার বাড়ি ভাড়াটিয়া গনেস চৌধূরী ছেলে গৌতম চৌধূরী মেহেদী হাসান বাদল মিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করে আসছে। 

 

এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে গৌতম চৌধূরী পুনারায় রড সিমেন্টের দোকানের সামনে ময়লা ফেল। এ ঘটনায় ব্যবসায়ী বাদল মিয়া প্রতিবাদ করলে ওই সময় গৌতমসহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে লাঠি সোটা ও লোহার রড দিয়ে পিটিয়ে ব্যবসার নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 
 

এই বিভাগের আরো খবর