শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

বন্দরে রিভলবারসহ ক্রেতা ও বিক্রেতা আটক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে একটি রিভলবারসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। রোববার (১৬ ফেব্রয়ারি) বেলা পৌনে ১২টায় বন্দর থানার কবিলেমোড় পূর্বপাড়া জামে মসজিদের সামনে থেকে রিভলবার ক্রেতা মো হোসেন (২৭) কে আটক করা হয়। 


পরে ডিবি পুলিশ আটকৃতের তথ্যমতে ওই দিন বিকেলে তাকে সাথে নিয়ে মুন্সিগঞ্জ সদর থানার মোক্তারপুর ব্রীজের টোলবক্সের সামনে অভিযান চালিয়ে অস্ত্র বিক্রেতা ইয়ারা হোসেন ওরফে পায়েল (৩২) কে আটক করে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে  ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করেন। 


জানা গেছে, ডিবি পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্রসহ সঙ্গীয় র্ফোস অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার কবিলেমোড় পূর্বপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালায়। অভিযানের সময় ডিবি পুলিশ একরামপুর ইস্পাহানী এলাকার দুলাল মিয়ার ছেলে মো. হোসেনের ডান পকেট থেকে সাদা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ১টি রিভলবার উদ্ধার করে। 


পরে ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ কালে এক পর্যায়ে জানায় সে মুন্সিগঞ্জ জেলার সদর থানার পশ্চিম মোক্তারপুর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে ইয়ার হোসেন পায়েল এর কাছ থেকে এটি ক্রয় করেছে। পরে তাকে সাথে নিয়ে মোক্তারপুর ব্রীজের টোলবক্সের সামনে অভিযান চালিয়ে সন্ত্রাসী ইয়ার হোসেন পায়েলকে আটক করে। 


আটককৃত পায়েল জানায় সে মুন্সিগঞ্জ জেলার গনকপাড়া এলাকার ইমরান হোসেন ইমু (৩২) এর কাছ থেকে অস্ত্রটি ক্রয় করে বন্দরে মো. হোসেনের নিকট বিক্রি করেছে। 


বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম জানান, মো. হোসেনের বিরুদ্ধে বন্দর থানায় ৩টি মাদক মামলা রয়েছে। এ ছাড়াও ইয়ার হোসেন পায়েলের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে।  

এই বিভাগের আরো খবর