শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

বন্দরে রাস্তার সম্যসা সালিশি বৈঠকে সমাধান

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরের চুনাভূরা এলাকাবাসী কবরস্থান যাওয়ার একমাত্র রাস্তার সম্যসা সালিশি বৈঠকের মাধ্যমে অবশেষে সমাধান হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার চুনাভূরা এলাকায় জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে সালিশি বৈঠকের মাধ্যমে এ সম্যসার সমাধান হয়।


বৈঠকে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, উপজেলা ভাইস-চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, আওয়ামী লীগ নেতা মঞ্জুর হাসান মঞ্জু, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, বীরমুক্তিয়োদ্ধা মোশারফ খান, বীরমুক্তিযোদ্ধা কাজী নাছির ও বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ। 


উল্লেখ্য, চুনাভূরা এলাকাবাসীর কবরস্থানে যাতায়েতের একমাত্র রাস্তাটি প্রশস্ততকরণসহ রাস্তা নির্মাণ কাজের উদ্যোগ নেয় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ। রাস্তা নির্মানকাজ শুরু করলে স্থানীয় এলাকার কিছু কুচক্রি মহল সহযোগিতা না করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সম্প্রতি বিক্ষোভ মিছিলসহ স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও বন্দর থানা অফিসার ইনর্চাজের বরাবর স্মরক লিপি প্রদান করে। 

এই বিভাগের আরো খবর