মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

বন্দরে মাদ্রাসা ছাত্রী অপহরণেরর ২ দিন পর উদ্ধার, আটক ১

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে তাসনিম তাবাচ্ছুম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী অপহরণের দুই দিন পর অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে রিফাত (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সদর থানার নয়ামাটি এলাকা থেকে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়। এ ব্যাপারে ওই মাদ্রাসা ছাত্রীর পিতা তাজুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছে। 


মামলা সূত্রে জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার তাজুল ইসলাম মিয়ার মেয়ে তাসনিম তাবাচ্ছুম বন্দর রুপালী  মার্কাজুল মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী। সে মাদ্রাসায় যাওয়া আসার পথে বন্দর রেললাইন এলাকার হারুন অর রশিদের ছেলে রিফাত প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি দুপুর ১টায় মাদ্রাসা ছাত্রী ছুটি শেষে বাড়ি ফেরার পথে রিফাত বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে শহরের নয়ামাটি এলাকায় আত্মগোপন করে। 


এ ঘটনায় তার পিতা বন্দর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের নয়ামাটি এলাকায় অভিযান চালিয়ে অপহরনকারী রিফাতকে আটকসহ মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে। 


রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্রীকে ২২ ধারায় আদালতে পাঠানো হয়েছে। দুপুরে অপহরণকারী রিফাতকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

এই বিভাগের আরো খবর