শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

বন্দরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা  

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : অতিরিক্তি মূল্য ও মূল্য তালিকা না রাখার অপরাধে বন্দরে ১টি চাউলের দোকান ও ৪টি মুদি দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  


সোমবার (২৩ র্মাচ) বেলা ১টায় বন্দর উপজেলার মদনপুর ও ফুলহর এলাকায় বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 


শুক্লা সরকার জানান, বাজার নিয়ন্ত্রয়ণ রাখার জন্য মদনপুর বাজার ও ফুলহর এলাকায় মোবাইলর্কোট পরিচালনা করি। ওই সময় মদনপুর এলাকার মেহেদী হাসানের চাউলের দোকানে অতিরিক্ত মূল্য ও মূল্য তালিকা র্চাট না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করি। 


অন্যদিকে একই এলাকায় অতিরিক্ত মূল্য পণ্যদ্রব্য বিক্রির অপরাধে শাহীনের মুদীদোকানে ৫ হাজার টাকা, আনোয়ার হোসেনের মুদি দোকানে ৮ হাজার টাকা, মদনপুর এলাকার ইকবালে মুদিদোকানে ২ হাজার টাকা ও ফুলহর এলাকার ওমর ফারুকের মুদিদোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে মদনপুর এলাকায় সৌদি ফেরৎ চামেলী বেগম ও বন্দর কুশিয়ারা এলাকায় মালেশিয়া ফেরৎ জহিরুলের বাড়িতে এসে তাদের খোঁজ-খবর নেন। 

এই বিভাগের আরো খবর