শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

বন্দরে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫ 

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় পালিয়ে মাদক ব্যবসায়ী এক দম্পত্তী।

 

গত রোববার দুপুরে ও রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা কালে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ধৃত ৫ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১শ’ ৫ পিছ ইয়াবা ও ১শ’ ৫০ গ্রাম গাঁজা এবং ২০ পুড়িয়া হেরোইন উদ্ধার করে। এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তর ও কামতাল তদন্ত কেন্দ্রে পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করেছে। 


থানা সূত্রে জানা গেছে, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুল বারেকসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জানুয়ারী রোববার বিকেলে বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর মাদক ব্যবসায়ী আউয়াল মিয়ার ঘরে তল্লাশী চালিয়ে ২০ পুড়িয়া হেরোইন উদ্ধার করে।  ওই সময় একই এলাকার মৃত আলম চাঁন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আউয়াল ও তার স্ত্রী শেলী বেগম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। 


একই দিনে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবিরসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে চৌরাপাড়া এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান কালে ৫০ পিছ ইয়াবাসহ একই এলাকার মৃত জুলহাস বেপারী ছেলে ইয়াবা ব্যবসায়ী আলমগীর (২৮) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


এ ছাড়াও কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সানোয়ার হোসেনসহ সঙ্গীয় র্ফোস বন্দর থানাধীন লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিছ ইয়াবাসহ কুখ্রাত মাদক ব্যবসায়ী আয়নাল (৪৮)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


একই পুলিশ একই রাতে বন্দর থানাধীন ভাটগাও এলাকায় অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজাসহ আমৈর কান্দাপাড়া এলাকার মৃত ফাইজুদ্দিন মিয়ার ছেলে ফজলুল হক (৬০) মালিবাগ এলাকার মোহর আলী মিয়ার ছেলে সোহেল আরী (৩২) ও একই এলাকার মৃত হযরত আলী মিয়ার ছেলে ফরিদ আলী (৩৫)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। 
 

এই বিভাগের আরো খবর