বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

বন্দরে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

বন্দর (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ নৌ-পুলিশের অভিযানে অভিযানে প্রায় ৩ লাখ বর্গমিটার কারেন্ট জাল ও ৬৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ আক্টোবর) দিবাগত রাত ১২টায় বন্দর থানার ধলেশ্বরী- মেঘনা ও ব্রহ্মপুত্র নদী থেকে এসব উদ্ধার করা হয়। 


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি আনিসুর রহমানের নেতৃত্বে উল্লেখিত স্থানে অভিযান চালায়। সেখানে অজ্ঞাতনামা জেলেদের পেতে রাখা কারেন্টজাল দেখতে পেয়ে পুলিশ উপজেলা প্রশাসনকে অবগত করেন। 


পরে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার  ঘটনাস্থলে পৌঁছালে সেখান থেকে প্রায় ৩ লক্ষ বর্গমিটারের কারেন্ট জাল ও ৬৫ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরিশেষে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা চত্বরে পুড়িয়ে ফেলা হয় এবং জালে আটকে থাকা মা ইলিশ স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করা হয়। 


এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কলাগাছিয়া নৌ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এই বিভাগের আরো খবর