শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

বন্দরে ধারালো অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : র‌্যাব-১০ ক্রাইম প্রিভেনশন স্পোশালাইজড কোম্পানি বন্দরে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ ৩ ছিনতাইকারিকে আটক করেছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় বন্দর উপজেলার পশ্চিম ফুলহর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 


এ সময় ২টি ধারালো চাকু, ১টি কাটার, ১টি স্ক্র ড্রাইভার, এক কৌটা মলম, নগদ ৯০০ টাকা ও ৪টি মোবাইল সেট জব্দ করে র‌্যাব। 


আটককৃতরা হলো-বন্দর উপজেলার ফুলহর এলাকার রফিক উদ্দিন মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৮) একই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে আবুল বাশার ওরফে বাদশা (২৮) ও গোকুল দাসের বাগ এলাকার ইসমাইল হোসেন মিয়ার মেয়ে রিনা বেগম (২২)।  


জানা গেছে, র‌্যাব-১০ এর ক্রাইম প্রিভেনশন স্পোশালাইজড কোম্পানি ধলপুর যাত্রাবাড়ী ঢাকা ওয়ারেন্ট অফিসার (ডিএডি) আকাম উদ্দিনসহ সঙ্গীয় র্ফোস মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় সোমবার বিকেলে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে। তাদের গোয়েন্দা সূত্রের মাধ্যামে ছিনতাকারিদের অবস্থানের কথা জানতে পারে। পরে তারা ওই দিন বিকেল ৫টায় বন্দর উপজেলার পশ্চিম ফুলহরস্থ হাজী রিয়াজ উদ্দিন মিফতাহুল জান্নাহ কাওমী মাদ্রাসাস্থ জনৈক নাজমুলের টেইলার্সের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত ৩ ছিনতাইকারিকে আটক করে। 


এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে আদালতে প্রেরণ করে। 

এই বিভাগের আরো খবর