বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বন্দরে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর উপজেলা পরিষদের ৫টি ইউনিয়নের ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বন্দর উপজেলা পরিষদের কৃষি অফিস প্রাঙ্গণে এ সার ও বীজ বিতরণ করা হয়।


বন্দর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশীদ, ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা ও ধামগড় ইউনিয়ন পরিষদের হাজী মাসুম প্রমুখ। 


উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা জানান, রবি/২০১৯-২০ মৌসুমে সরিষা আবাদ ও উপাদন বৃদ্ধির লক্ষ্যে সহায়তার জন্য বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের ১৫০ জন কৃষকের মাঝে প্রতি কৃষককে ডিএসপি সার ২০ কেজি ও এমপি সার ১০ কেজি এবং ১ কেজি বারি সরিষা ৯ বীজ বিতরণ করা হয়। 

এই বিভাগের আরো খবর