শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

বন্দরে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় পুলিশের মাইকিং

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ জনগনের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্দর থানা পুলিশ মাইকিং করে সচেতন করেছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় বন্দর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডে এ মাইকিং করা হয়। 


এ ব্যাপারে বন্দর থানার (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা বেশ কয়েকটি গাড়ি ও মটর সাইকেলযোগে বন্দর উপজেলার কলাগাছিয়া, বন্দর, ধামগড়, মুছাপুর ও মদনপুর এলাকায় মহড়া দিয়েছি। আমাদের মহড়া চলাকালিন সময়ে হ্যান্ড মাইকিং দিয়ে করোনা ভাইরাসের কুফল সম্পর্কে জনগণকে সর্তকবাণী প্রদান করেছি। জনসমাগম এড়িয়ে থাকার  জন্য বন্দরবাসীকে আহবান জানিয়েছি। 


এসময়ে উপস্থিত ছিলেন, বন্দর থানার অফিসার (তদন্ত) আজহারুল ইসলাম, অফিসার (অপারেশন) মো. শওকত হোসেন, মদনগঞ্জ ফাড়ি ইনর্চাজ সৈয়দ মিজানুর রহমান, বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইন, আবু তালেব, আবু হানিফ প্রমুখ।

এই বিভাগের আরো খবর