শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

বন্দরে এনজিও কর্মকর্তার হাতে ৩ নারী গ্রাহক লাহ্নিত 

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

বন্দর প্রতিনিধি : সঞ্চয় টাকা উত্তেলন করতে এসে সিদ্বীপ এনজিও অসাধু কর্মকর্তার হাতে ৩ নারী গ্রাহক  লাহ্নিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৫ র্মাচ) দুপুরে বন্দর উপজেলার আলীনগরস্থ সিদ্বীপ এনজিও অফিসে এ ঘটনাটি ঘটে।

 

গ্রাহক লাঞ্চিত হওয়ার সংবাদ পেয়ে বন্দর উপজেলার সহকারি (ভূমি) কমিশনার আফিফা খান দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় এনজিও কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আগমনের সংবাদ পেয়ে কৌশলে পালিয়ে গিয়ে প্রান রক্ষা পায়। 


জানা গেছে, বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার মোঃ হোসেন মিয়ার স্ত্রী সামছুন নাহার বেগম একই থানার ফরাজিকান্দা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী লায়লা বেগম ও ২নং মাধবপাশা এলাকার আব্দুল গাফ্ফার মিয়ার স্ত্রী শারমিন আক্তার র্দীঘ দিন ধরে সিদ্বীপ এনজিওতে টাকা পায়সা লেনদেন করে আসছে।

 

করোনা ভাইরাসের কারনে উল্লেখিত ৩ মহিলা সদস্যের স্বামী কাজকর্ম বন্ধ হয়ে যায়। এ কারনে স্বামীর নির্দেশে ভূক্তভোগী মহিলারা দুপুরে তাদের জমানো সঞ্চয় তোলে নেওয়ার জন্য সিদ্বীপ এনজিও অফিসে আসে।  সিদ্বীপ এনজিও সদস্যরা তাদের সঞ্চয়ের টাকা ফেরৎ চাইলে ওই সময় সিদ্বীপের কতিপয় কর্মকর্তারা সঞ্চয়ের টাকা না দিয়ে উল্টো ৩ নারী সদস্যকে লাঞ্চিত করে।

 

পরে বিষয়টি বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কর্মকর্তা আফিফা খানকে অবগত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় এনজিও কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আগমনের সংবাদ পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় উক্ত এলাকায় গ্রাহকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। 
 

এই বিভাগের আরো খবর