শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

বন্দরে ইটভাটার বিদ্যুৎ লাইনে জড়িয়ে শিশুর করুণ মৃত্যু

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

বন্দর (যগের চিন্তা ২৪) : বন্দরে ইটভাটার অপরিকল্পিত বিদ্যুৎ লাইনে জড়িয়ে অগ্নিদগ্ধ হয়ে মো. হান্নান (১২) এক শিশুর করুণ মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 


মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হান্নান কিশোরগঞ্জ মিঠাবন উপজেলার কাজীরখোলা গ্রামের নবী নেওয়াজ মিয়ার ছেলে ও আব্দুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। 


এলাকাবাসী জানান, নিহত শিশু মো. হান্নানের মা পিয়ারা বেগম ইটভাটার শ্রমিকদের রান্নাবান্নার কাজ করেন। প্রতিদিনের ন্যায় শিশুপুত্র ভাড়া বাসায় রেখে কাজে চলে যায়। গতকাল মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে অন্যান্য শিশুদের সঙ্গে খেলার ছলে পাশর্^বর্তী আমির আলীর নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদে উঠে। 


এসময় ওই এলাকার এসকেবি ব্রিক ফিল্ডের ১১ হাজার বোল্টেজ বিদ্যুৎ লাইনে জড়ালে বিকট শব্দে শিশুর শরীরে আগুন ধরে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এলাকাবাসী ঘটনাস্থলে  উপস্থিত হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে অপরিকল্পিতভাবে ইটভাটায় বিদ্যুৎ লাইন সংযোগ নেয়ার কারণে শিশুর মৃত্যু হয় বলে ইটভাটার মালিক পক্ষকে দায়ি করছেন এলাকাবাসী।   


মদনপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড  সদস্য ইমন জানান, বিদ্যুৎ লাইন সরিয়ে নেয়ার জন্য বিল্ডিং মালিক আমির আলী পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ লাইন সরিয়ে নেয়ার কাজ চলছে। পল্লী বিদ্যুতের গাফিলতি ও লাইন সরিয়ে নেয়ার কাজ চলছিল ধীর গতিতে। অবশেষে  নিস্পাপ শিশু হান্নানের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরো খবর