শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণা : ড.সেলিনা

প্রকাশিত: ৮ আগস্ট ২০১৯  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. সেলিনা আক্তার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল কাজে যিনি সার্বক্ষণিক প্রেরণা যোগাতেন তিনি হচ্ছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তখন পুরো পরিবারকে সামলে রাজনীতিতেও মূখ্য ভূমিকা পালন করেছেন তিনি। তার অবদান বাঙ্গালি জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে। 


বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) আয়োজিত মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ড.সেলিনা আক্তার বলেন, বঙ্গবন্ধু আজকের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদান অনিস্বীকার্য।


সোনারগাঁ উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি সালাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা বাদশা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জোবায়দা নাসরিন, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর ও সোনারগাঁ উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রহিমা আলম প্রমুখ।

এই বিভাগের আরো খবর