শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ জেলা ও মহানগরের শ্রদ্ধা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের কার্যক্রম শুরু করেছেন ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দরা। 


বুধবার সকালে ২নং রেল গেইটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন  জেলা কমিটির সভাপতি সৈয়দ রনি আলম, সহ-সভাপতি ফরিদ হোসেন ফাহিম, সাধারণ সম্পাদক আল মামুন কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন জামান সৌরভ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন নাঈম, মহানগর কমিটির সভাপতি সৈকত বাপ্পী, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, ইফতেখার আলম, সাংগঠনিক সম্পাদক শেখ সুমন প্রমূখ। 

 

সংক্ষিপ্ত বক্তব্যে জেলা কমিটির সভাপতি সৈয়দ রনি আলম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমাদের সংগঠন অবহেলিত মুক্তিযোদ্ধাদের পাশে থেকে তাদের কল্যানে কাজ করবো। 


সাধারণ সম্পাদক আল মামুন কাউছার বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবো আমরা। মহানগর কমিটির সভাপতি সৈকত বাপ্পী বলেন, মুক্তিযুদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষের কল্যানে কাজ করবে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র নেতৃবৃন্দরা। 


সাধারণ সম্পাদক আরিফ হোসেন ঢালী বলেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জের যে কোন সমস্যায় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে।
 

এই বিভাগের আরো খবর