শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনি মাজেদের প্রাণ ভিক্ষার আবেদন

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

যুগের চিন্তা ২৪ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। বুধবার (৮ এপ্রিল) কারা কর্তৃপক্ষের মাধ্যমে তিনি এই প্রাণভিক্ষার আবেদন করেছেন।

এই বিষয়ে কারা কর্তৃপক্ষ জানান, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন আসামি আব্দুল মাজেদ। তার প্রাণভিক্ষার আবেদন মাননীয় রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে।

সন্ধ্যায় কারাগারে মৃত্যুর পরোয়ানা গেলে তাকে পড়ে শোনানো হয়। পরে তিনি দোষ স্বীকার করে প্রাণভিক্ষা চান।

গত মঙ্গলবার (৭ এপ্রিল)  রাজধানীর মিরপুর থেকে আব্দুল মাজেদকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ৪৪ বছর তিনি আত্মগোপনে ছিলেন।

 

এই বিভাগের আরো খবর