মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফাইনালে মুখোমুখি না’গঞ্জ ও কুমিল্লা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০  

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’ এর হোম এন্ড এওয়ের কাপ পর্বের ফাইনাল রাউন্ডের প্রথম মোকাবেলায় স্বাগতিক কুমিল্লার মুখোমুখি নারায়ণগঞ্জ জেলা। শুক্রবার (৩১ জানুয়ারি) কুমিল্লা স্টেডিয়ামে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাপ পর্বের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জনকারী নারায়ণগঞ্জের রোডম্যাপ এরকম (১৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ ৫-১ রাজবাড়ি। (২০ জানুয়ারী) নারায়ণগঞ্জ ১-২ রাজবাড়ি। (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ ২-১ ফরিদপুর। (২৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ ৩-১ ফরিদপুর।

 

নারায়ণগঞ্জ জেলা দলটি শুক্রবার সকালে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হবে ডি.এফ.এ’র কোষাধ্যক্ষ, টিমলিডার মো. রবিউল হোসেনের নেতৃত্বে। দলের কর্মকর্তা হিসেবে রয়েছেন ডি.এফ.এ’র সহ-সভাপতি শহীদ হোসেন স্বপন,ম্যানেজার মোস্তফা কাওছার, কোচ মো. জসিম উদ্দিন, সহকারী কোচ রাশেদ চৌধুরী রাজু। 

 

দলের খেলোয়াড়-মোহাম্মদ আলী (সহ-অধিনায়ক), মো.আকাশ,মোঃ জুম্মান হোসেন,নয়ন হোসেন,হৃদয় চন্দ্র বর্মন, স্বপন হোসেন, মো.জাবেদ, মিঠুন চৌধুরী (অধিনায়ক), রাজন মিয়া, মেহেদী হাসান তপু, জাহিদ হাসান ডালিম, শাহেনশাহ, আবুল কাসেম, জুয়েল দেওয়ান, অপু দাস, রবিন হাসান ভুইয়া, রাকিব, মো. আলী, টনি বর্মন, আব্দুল্লাহ আল পারভেজ, জাহিদ হোসেন, নাদিম হোসেন, শংকর দাস। 

 

কাপ পর্বের হোম ম্যাচে নারায়ণগঞ্জ খেলবে কুমিল্লার সাথে আগামী ৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায়, ওসমানী পৌর স্টেডিয়ামে।

এই বিভাগের আরো খবর