শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গবন্ধু কর্মজীবি লীগের কেন্দ্রীয় কমিটি সিদ্ধিরগঞ্জে গঠন

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ বঙ্গবন্ধু কর্মজীবি লীগ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাংগরোডস্থ ফজর আলী গার্ডেন সিটিতে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের প্রকাশ ঘটে। 


সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ কাজী ইমদাদুল হককে সাধারণ সম্পাদক ও অধ্যাপক আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ বঙ্গবন্ধু কর্মজীবি লীগের ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।


কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-সিনিয়র সহসভাপতি মো. বকুল আহমেদ, সহসভাপতি এড. তাওহিদা নূর রানা, সাইফুল ইসলাম, আসাব আলি সানা, যুগ্ম সাধারণ সম্পাদক এলাহি নেওয়াজ তালুকদার, আব্দুল জামাল, এড. বুলবুল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক শ্রী অনিক বিশ্বাস, সহ দপ্তর জগলুল হায়দার, ক্রীড়া সম্পাদক খন্দকার হেলাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক এমএম রহমান, অর্থ সম্পাদক আনারুল ইসলাম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলামিন সবুজ, মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা ইসলাম, সহ মহিলা সম্পাদক ফারজানা আফরুজ, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সরকার, সহপ্রচার সম্পাদক আবু তাহের শেখ, প্রকাশনা সম্পাদক আরিফ হোসেন, সহপ্রকাশনা সম্পাদক নাঈমুল হক, শ্রম সম্পাদক মনু মিয়া, শিক্ষা সম্পাদক কৃষ্ণা রাহা, স্বাস্থ্য সম্পাদক ডা. শেখ শহীদুল্লাহ।


কার্যনির্বাহী সদস্যরা হলেন- দুলাল হোসেন, মনোয়ার হোসেন, রুহুল আমিন সরদার, ইব্রাহীম হোসেন, খন্দকার আলাউদ্দিন, এসএম ইকবাল খান, নাসির উদ্দিন, আব্দুল গফুর, ফিরোজ আহমেদ, মাসুদ রানা, এসএম আসলাম হোসেন, আব্দুল হামিদ, মজিবুর রহমান, প্রকৌশলী মজিবুর রহমান, সেলিম হোসেন, আবু জাফর, কাজী মুরাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, আক্তার হোসেন, রুহুল আমিন সরকার, এসএম এখলাস ও আজিজুর রহমান সেলিম।


কমিটির কর্মকর্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিজিদের আত্মনিয়োগ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এ সংগঠনটি করা হয়েছে।  

এই বিভাগের আরো খবর