বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে নগরী

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঈদের ছুটি শেষে ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ নগরী। টানা ৯ দিনের ছুটি শেষে রোববার ছিলো অফিস-আদালত, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রথম কর্মদিবস। 


এদিকে বিভিন্ন রুটে যানবাহনের সংখ্যা বেড়েছে, সঙ্গে যাত্রীর সংখ্যাও। তবে চিরচেনারূপে ফিরতে সময় নেবে আরও বেশ কয়েক দিন। টানা ছুটির শেষ দিন শনিবার দুপুরের পর থেকে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। বিকেলের দিকে ঢাকামুখী মানুষের এ ¯্রােতের ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। ঝক্কি-ঝামেলা এড়াতে আগেভাগেই ফেরেন কর্মজীবী অনেকে। 


রোববার কর্মদিবস শুরু হওয়ায় নারায়ণগঞ্জমুখী মানুষের ¯্রােত বেড়ে গেছে কয়েকগুণ। সড়ক-মহাসড়ক, নৌপথ ও ট্রেনে চড়ে হাজারও মানুষ ফিরছেন নগরীতে। 


নারায়ণগঞ্জের বিআইডাব্লিউটি’র এক কর্মকর্তা জানান, ঈদ শেষে নির্বিঘেœ ফিরছেন যাত্রীরা। এ চাপ আরও কয়েক দিন অব্যাহত থাকবে।   


মেট্রোহলের সামনে গিয়ে দেখা যায় যাত্রীদের জটলা। কেউ কর্মস্থলের উদ্দেশ্যে নিজ গন্তব্যে রওনা দিচ্ছে। কেউ নারায়ণগঞ্জে ফিরছে।
মহানগর বাসের চালক মাহফুজ মিয়া জানান, নিত্যদিনই আসতে হচ্ছে। যাত্রীরা আসতাছে যাইতাছে। একটিপ নিয়া সকালে ছাইড়া দিছি এহন আরেক টিপ নিয়া রওনা দিমু। আরো এক সপ্তাহ এমনই থাকবো।


এদিকে এ লম্বা বন্ধে জনশূন্য হয়ে পড়া নগরীর ব্যবসাকেন্দ্র দোকানপাটও খুলতে শুরু করেছে। ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতাদের আনাগোনাও দেখা গেছে, যদিও সংখ্যায় কম।এ বছর ঈদুল আযহার  ছুটি শুরু হয় গত ৯ আগস্ট থেকে। টানা ৯ দিনের ছুটি শেষে নগরীতে ফিরতে শুরু করেছে  সাধারণ মানুষ।
 

এই বিভাগের আরো খবর