বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ফিরে আসো এই নির্জনতায়

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৯  

লিলি এখনও ছুঁয়ে দেখো হাত
ত্রস্ত গোলাপ কেঁপে ওঠে তোমার
বিগত চুম্বনের স্মৃতি খুলে...

 

একটি নৈশব্দের অভাবে মেঘের
পুষ্প রথে নেমে আসে পরিযায়ী দল,

 

এখনও শেষ হয়নি ছুঁড়ে দেয়া
প্রস্তাব, অবসরে যায়নি প্রিয় রোদের
আঁচে ঘামের সাপ লুডু খেলা।

 

লিলি তোমার অবহেলার তালিকা
সংক্ষিপ্ত করো, সবার অলক্ষ্যে একজন
প্রেমিকের ইতিহাস হয়ে যাও...

 

বরং রাজনীতি করো না মৌসুমী জলবায়ু
নিয়ে, শীতের প্রারম্ভে বসন্তের চাবি খুলে রেখো,
যেনো ওষ্ঠের ফাটা রেখায় জমানো পেট্রলিয়ামের 
ভাপ ঢেলে দিতে পারি, যেনো সুদূর অতিথি হতে পারি
তোমার রাজ্যে।

 

লিলি এখনও সময় আছে ফিরো আসো কোলাহল
ছেড়ে, গভীর সমুদ্রের নীল জলরাশি যতো উত্তাল হয়ে
যাবে, তার চেয়ে তীব্র ব্যারোমিটারে বেড়ে চলেছে হৃদয়ের ঝড়, নয় নম্বর বিপদ সংকেত দেখার আগেই-

ফিরো আসো এই নির্জনতায়!

 

মিলন মাহমুদ