শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ফাঁদ

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯  

আকাশ চুয়ে শিশির ঝরে ছাদে
ঘুমে ঝরায় চোখের দুটো পাতা
জীবন বাঁধা প্রলোভনের ফাঁদে
শূন্য থাকে সব হিসেবের খাতা

 

ছুটতে ছুটতে হঠাৎ দেখি আমি
দাঁড়িয়ে আছি শুরুর বিন্দুতেই
জীবনের এই অদ্ভুত পাগলামি
মূল্য কি তার ? কানাকড়ি নেই

 

শিশির তবু ঝরে গাছের পাতায় 
স্বপ্ন দেখে তুচ্ছ শুয়ো পোকা
এই তো জীবন, হিসেবের সব খাতায়
মেলে না তো শুভঙ্করের ধোঁকা।

 

রাকিবুল রকি