শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

ফতুল্লায় হেল্পিং হ্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : হেল্পিং হ্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা, আদর্শ শিক্ষকদের সংবর্ধনা ও অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৫নভেম্বর) বিকেল ৪টায় ফতুল্লার মুসলিমনগর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংগঠনের প্রতিষ্ঠাতা মো.মাহাবুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা লুৎফর রহমান স্বপন।


আলোচনা শেষে মাদ্রাসার শিক্ষদের সংবর্ধনা দেওয়া হয়।পরে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর, সদস্য মো. শাহিন, বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দীন প্রধান, বীরমুক্তিযোদ্ধা কবি আব্দুল খালেক, ফতুল্লা  ফ্রেন্ড সার্কেল সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, হেল্পিং হ্যান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরো খবর