শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ফতুল্লায় সার চুরির মামলায় ২ যুবকের ২ দিনের রিমান্ড

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার আলীগঞ্জ মাদ্রাসা ঘাট থেকে আমদানিকৃত নোয়াপাড়া গ্রুপের ৭০ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা মূল্যের (৩৮৪.৫৫ মে.টন) সার চুরি মামলায় গ্রেফতার দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


রোববার (১ মার্চ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রিমান্ডকৃত আসামিরা হলো- যশোর জেলার কোতেয়ালী থানার পদ্মাবিলা এলাকার মজিবর সরকারের ছেলে মুন্নাঁ সরকার ( ২২ ), অভয়নগর থানার পুড়াখালী এলাকার খান জাহান আলী মোল্লার ছেলে মো. সবুজ ( ২২)। তারা নোয়াপাড়া গ্রুপের আলীগঞ্জ মাদ্রাসা ঘাটের সুপার ভাইজার ও অডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরে সারের হিসাবে গড়মিল থাকায় ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন মালিক পক্ষ।

 

এর আগে গত (২৫ ফেব্রুয়ারি) আলীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এই বিভাগের আরো খবর