শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ফতুল্লায় নৌ-পথে বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ থেকে সদরঘাট পর্যন্ত দ্রুতগতির যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছে ট্রলার শ্রমিক ইউনিয়ন। এর প্রতিবাদে বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ফতুল্লা খেয়াঘাটে ট্রলার শ্রমিকরা একত্রিত হয়ে দ্রুত গতিতে নৌযান চলাচলের বিরুদ্ধে মানববন্ধন করেন। এর আগে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। 

 

ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়নে সভাপতি সবুজ মিয়াজী বলেন, আমরা প্রতিদিন দ্রুত গতির নৌযানের কারণে দূঘর্টনার শিকার হচ্ছি। অনেক সময় প্রবল ঢেউয়ের কারণে ছোট ট্রলার, বালু বাহী যান ডুবে প্রাণহানীর ঘটনা ঘটছে। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। এসময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আনিস মাস্টার, কেন্দ্রীয় সভাপতি ওয়াহিদুর রহমান, সহ-সভাপতি হারুন মোল্লা, অর্থ সম্পাদক হোসেন মাস্টার, তোফাজ্জল হোসেন সুকানী, গ্রীজার মোঃ মামুন, সুকানী নাজমুল, মনির হোসেন, দুলাল, আঃ রহমান, মোঃ মাসুম, রেজাউল করিম, মোঃ সবুজ, ইয়াছিন মাঝি, ফরিদ মাঝি, চাঁন মিয়া মাঝি প্রমুখ।

এই বিভাগের আরো খবর