বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ফতুল্লায় চাঁদাবাজির মামলায় সুমনের ১দিনের রিমান্ড

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানার একটি চাঁদাবাজি মামলায় মোশারফ হোসেন ওরফে সুমন (৪০) নামের এক ব্যক্তির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (২১ অক্টোবর) সকালে  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলমের আদালতে হাজির করে ৫দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১দিনের  রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামি মো. মোশারফ হোসেন কুমিল্লা জেলার মির্জা নগর এলাকার মৃত. জিলানী মিয়ার ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীনি সাথে আসামির মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর আসামির সাথে বাদীর সু-সর্ম্পক গড়ে ওঠে। সে সুবাদে আসামি বাদীর বাড়িতে মাঝে মাঝে আসা যাওয়া করত। গত ১৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় আসামি বাদীর বাড়িতে এসে কৌশলে তার স্বাক্ষরকৃত ডাচবাংলা ব্যাংক লিমিটেড দনিয়া ঢাকা শাখার ৭ লাখ টাকার চেক বইটি নিয়ে যায়।

 

এছাড়াও বিভিন্ন সময় বাদীর নকিট থেকে ধার হিসেবে ৩ লাখ নেয়। ২০ মে সন্ধ্যা ৭ টার সময় কৌশলে বাড়িতে এসে  ১টি চেইন, ১টি সীতাহার, ১টি হার, ১ জোরা কানের দুল, ১টি আংটি সহ সর্বমোট ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।


পরবর্তীতে বাদী এসব জানতে পেরে চেক বই, প্রদানকৃত টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইলে তার নিকট ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে হুমকি প্রদান করে।

এই বিভাগের আরো খবর