শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

ফতুল্লায় অপু হত্যা মামলায় ফয়সালের ২ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার  সোলায়মান হোসেন অপু হত্যার মামলায় আসামি মো. ফয়সালকে ২ দিনের রিমান্ড দিয়েছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এর আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


নিহত অপু বাবুরাইল তাঁতিপাড়া এলাকার আজিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রমজান মিয়ার ছেলে। তিনি মন্ডলপাড়ায় কাশেম ডেকোরেটরে বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করত। এবং গ্রেফতার ফয়সাল একই এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।


রিমান্ডের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই জানান, ফয়সালকে পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


প্রসঙ্গত, শুক্রবার (২৩ আগস্ট) বিকালে অপুর সাথে অভিযুক্ত ১নং আসামী রায়হানের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় রায়হান অপুকে হুমকি দিয়ে চলে যায়। 


সন্ধ্যা ৬ টার দিকে রায়হানের সহযোগি অপুকে ফোন করে দেওভোগ নাগবাড়ী শেষ মাথা পূর্বের গলি এলাকার নূর মোহাম্মদ এর বাসার সামনে ডেকে নেয়। 


তারা অপুকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। 
স্থানীয় লোকজন অপুকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 

এই বিভাগের আরো খবর