মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

ফতুল্লায় অটোবাইক চালক হারুন হত্যা মামলায় জামালের ২ দিনের রিমান্ড

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার বক্তাবলী ফেরি ঘাট এলাকায় হারুন নামে এক অটোবাইক চালককে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় জামাল হোসেন (২০) নামের আরোও এক যুবকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


রোববার (১ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডকৃত আসামি জামাল হোসেন (২০) ফতুল্লারা পূর্ব গোপালনগর এলাকার আব্দুস সালামের ছেলে।


এর আগে এই মামলায় গত মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত গ্রেপ্তার তিন বন্ধুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।আসামিরা হলো-মো. শফিকুল ইসলাম ( ২২), মো.সাদ্দাম হোসেন ( ২২), মো.সবুর ( ২৪ )।


প্রসঙ্গত, শনিবার রাত ১১ টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরি ঘাট এলাকায় হারুন (২৫) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরে শনিবার দিবাগত রাতে নিহতের স্ত্রী শারমীন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।


নিহত হারুন জামালপুর জেলার ফুলপুর থানার বাষট্টি গ্রামের ইমাম হোসেনের ছেলে। ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার গনি মিয়ার বাড়িতে সস্ত্রীক ভাড়া থাকে স্থানীয় শরীফ মিয়ার ইজিবাইক ভাড়ায় চালাতো।

এই বিভাগের আরো খবর