বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

পড়াশুনার পাশাপাশি খেলাধুলা চর্চার প্রয়োজন : আসাদুজ্জামান

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান সরকার বলেছেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা চর্চার প্রয়োজন। এতে মেধা বিকাশিত হয়। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে। অভিভাবকদের উচিত সন্তানকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ দেওয়া।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ২য় আইটিএফ তায়কোয়নদো প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান সরকার বলেন, তোমাদের আশেপাশে অসহায় মানুষদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিও। বর্তমান প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভূমিকা পালন করবে।

 

বিএসবি-ক্যামব্রিয়ানএডুকেশন গ্রুপের ফাউন্ডার এন্ড চেয়ারম্যান লায়ন এমকে বাশারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সোলাইমান হোসেন, বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মাস্টো সোলাইমান শিকদার প্রমুখ।

এই বিভাগের আরো খবর