শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

প্রিপারেটরী স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

শহর প্রতনিধি : নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) স্কুল প্রাঙ্গনে আনন্দ উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০ জন প্রার্থী অংশগ্রহন করে।এর মধ্যে ৮ জন প্রার্থী নির্বাচিত হয়।

 

স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে বিজয়ীরা হলেন, মেহেদী হাসান,আবু বক্কর সিদ্দিক লাব্বি, সাফকাত বিন ইউসুফ,সামির আল মুরসালিন, আরিফা, কামরুন্নাহার, আরিতা ইসলাম রিদি, জামিল ফারহান লাব্বি।


প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঐশিক রায়, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শীতল চক্রবর্তী ও অনামিকা।


সার্বিক সহযোগিতা করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী,সহকারী শিক্ষিকা শাহিদা বেগম, ফারজানা ইয়াসমিন, গোলাম মোস্তফা শাহীন, নাদিরা শারমীন, লুৎফর রহমান, মোঃ মহিউদ্দিন, শারমিন আক্তার, সুলতানা খানম, কামাল হোসেন, জাহিদ আহম্মেদ, শাহাবুদ্দিন, মুনীরা আফরিন, পূরবী মজুমদার, উন্নতি রানী প্রমুখ। মোট ভোটার ছিল ৪৫১ জন প্রদক্ত ভোট ৩৫৫,বুথ ছিল ২ টি।


১ নং বুথে প্রিজাইডিং অফিসার ছিলেন আবির আহম্মেদ খান, সহকারী ওয়াসিউজ্জামান, পোলিং অফিসার মাহির মোস্তাফিজ, ২ নং বুথে প্রিজাইডিং অফিসার ছিলেন পুজা রানী সরকার, সহকারী সাবিহা শবনম, পোলিং অফিসার হুমায়ারা খানম প্রমুখ।
 

এই বিভাগের আরো খবর