শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

প্যারিসের উদ্দেশ্যে সস্ত্রীক বাংলাদেশ ত্যাগ করলেন এড.তৈমুর

প্রকাশিত: ৯ জুন ২০১৯  

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : জুলাই, ২০১৯ এর তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব বধির সংস্থার উদ্দ্যোগে ১১৯টি রাষ্ট্রের বধির সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। বধির প্রতিরোধসহ বধির সমাজের সার্বিক উন্নয়ন সম্পর্কিত কর্মপন্থা উক্ত সম্মেলনে নির্ধারণ করা হবে। 


সম্মেলনকে সফল করার জন্য বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সভাপতি এড.তৈমুর আলম খন্দকারকে এশিয়া মহাদেশের সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। 


ফ্রান্সে অনুষ্ঠিতব্য বধির প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে, বিভিন্ন অঞ্চলে অবস্থিত বধিরদের কল্যাণ ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত বিশ্ব বধির সংস্থা অনুমোদিত প্রতিষ্ঠানগুলির সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। এ সব প্রস্তুতিমূলক সভার প্রতিবেদন বিশ্ব বধির সংস্থার নিকট প্রেরণ করবেন এড.তৈমুর। 


এ লক্ষ্যে শনিবার (৮ জুন) এ্যড.তৈমুর আলম খন্দকার ভারতের উদ্দেশ্যে স্ত্রীসহ বাংলাদেশ ত্যাগ করেছেন। তাই তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।


রোববার (৯ জুন) দুপুরে  বাংলাদেশ জাতীয় বধির সংস্থা কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর