বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

পুলিশের অভিযানে ১১মণ ইলিশসহ গ্রেপ্তার লিটন ঢালীর ১দিনের রিমান্ড

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ১১ মণ মা ইলিশসহ  গ্রেপ্তার লিটন ঢালী (৪০) কে ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


রোববার ( ২০ অক্টোবর ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন আবেদন করলে আদালত শুনানি শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। লিটন ঢালী মুন্সিগঞ্জের লৌহজং থানার সামুর বাড়ি এলাকার মৃত জমর উদ্দিন ঢালীর ছেলে।


প্রসঙ্গত, বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর ) ভোর রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামানের নেতৃত্বে একটি দল বক্তাবালিস্থ বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান চালিয়ে ২২ টি কার্টুনে রাখা ১১ মণ ইলিশ মাছ মাছ জব্দ করেন। এ সময়ে লিটন ঢালীকে আটক করা হয়।


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। 


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, এই মৌসুমে মা ইলিস ধরা নিষেধ করেছেন সরকার। নিয়ম করা হয়েছে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মা ইলিশ ধরা যাবে না কিন্তু এই নিয়ম অমান্যকরে কিছু অসাধুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু লোক এ সময়ও ইলিশ ধরেন।


পুলিশ সুপার আরও বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি মোতাবেক মাছগুলোকে গরিব মানুষ ও এতিম খানাতে দিয়ে দেওয়া হবে। 

এই বিভাগের আরো খবর