বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

পিএসএলে কাশ্মীরের দল চান শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২০  

কাশ্মীর নিয়ে উত্তপ্ত ভারত-পাকিস্তানের রাজনীতি। এই উত্তেজনা এখন ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে বইছে। সম্প্রতি কাশ্মীরের পাকিস্তান অংশ ভ্রমণে গিয়েছিলেন আফ্রিদি। সেখানে গিয়ে জানিয়েছেন, কাশ্মীরে ক্রিকেটার তৈরিতে সাহায্য করবেন তিনি। যাতে করে এখানের ক্রিকেটাররা পিএসএলসহ আরও উচ্চপর্যায়ে খেলতে পারে।


লাহোর, মুলতান, ইসলামাবাদ, পেশোয়ার, কোয়েটা এবং করাচি- এ ছয় শহরের দল নিয়ে অনুষ্ঠিত হয় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি চান নতুন আরেকটি ফ্র্যাঞ্চাইজি।


আফ্রিদি বলেছে, ‘আমি এই সুযোগটি কাজে লাগাতে চাই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করতে চাই, পিএসএলে পরবর্তী আসরে কাশ্মীর নামে একটি দল অবশ্যই রাখা উচিৎ। আমি নিজের শেষ বছরে সেই দলের অধিনায়কত্ব করতে চাই। পরবর্তী ফ্র্যাঞ্চাইজিটি যেন কাশ্মীরের নামেই হয়।
 

এই বিভাগের আরো খবর