শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

পাথর খঁচিত সুখ

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

সেদিন তোমাকে অনেকবার বুঝাতে গিয়ে
জীবনের মানে
আমি আজ হারিয়ে গিয়েছি জীবন থেকেই..!

 

অথচ কথা ছিল
ও চোখের জল ললাট বেয়ে 
ভেসে উঠবেনা দুঃখের ছবি
পথহারা শিশুর দীর্ঘশ্বাসের মতো

 

এক জীবনে কতটুকু পেলে
সুখী হবে সংসার
তার হিসেব করে কোনদিনই কেউ
সুখি হতে পারেনি
উল্টো স্রোতে ভেসে গেছে
যারা ছিল বিলাসী...

 

পাথর ঘষে সুখ আনা যায় তবে
দুঃখের বারুদে জ্বলতে হবে আগে
কিন্তু মন তুমি তো শুধুই সুখ পিয়াসী
সুখ তোমার চির কামনার আঁধার

 

বৃষ্টি আসবেই
মেঘ কেটে
থাকলে তোমার প্রার্থনা মিশ্রিত আকুতি..!


জয়নুল শামীম