শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

পাগলা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : পাগলা উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৯৩ এর উদ্যোগে ২৩০ জন হতদরিদ্র মানুষের মুখে এক চিলতে হাসি ফোটাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্কুল প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ এবং ৫০০ গ্রাম ডাল। 


এসময় উপস্থিত ছিলেন, আমরা ৯৩ ব্যাচের মাহবুবুর রহমান বাচ্চু, জাকির হোসেন মাসুদ, রমিজ উদ্দিন, শাহ আলম পলাশ, নাজমা হোসেন ইতি, মাসুদ রানা, মো. হোসেন, তাসলিমা বেগম, মো. রানা, দিপু, টিটুসহ অন্যান্য বন্ধুরা। 


করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জাতিকে রক্ষা করার জন্য সরকারিভাবে সারাদেশ লকডাউন করা হয়েছে। লকডাউন করার ফলে প্রয়োজন ছাড়া কেউ য়ঘর থেকে বের হতে পারছে না। করোনা ভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ফলে ওইসব মানুষ মানবেতর জীবন যাপন করছে। আর এসব হতদরিদ্র মানুষের মুখে এক চিলতে হাসি ফোটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এ সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর