শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

পাগলা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ‘বন্ধুত্বের বন্ধন অটুট থাক, অটুট বন্ধনে ২০০২’ এই শ্লোগানকে সামনে পাগলা উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ২০০২-এর পুনর্মিলনী উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৩ টায় পাগলার এস ওয়াই মেরিএন্ডারশনে এ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়।


শুরুতে পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মনিরুল আলম সেন্টু।উৎসব উদযাপন কমিটির সভাপতি মো.রমজান আলীর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন। 


অভিনেতা ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি ও পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথসরকার, ফতুলা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম ইসহাক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য হাজী মো.আলাউদ্দিন হাওলাদার, নারী সদস্য অনামিকা হক, জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার, পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এমএ জাহের মোল্লা, আতিকুল ইসলাম খোকন, জুয়েল খান, তামান্না ইসলাম, দাতা সদস্য মাহবুবুর রহমান বাচ্চু, দেলপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. সানোয়ার হোসেন প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন, পূনর্মিলনী উৎসব কমিটির প্রধান উপদেষ্টা মো. মনির ফরাজী, সহ-সভাপতি কাকলী আলীম, সাধারণ সম্পাদক শেখ মো. ফরিদ,সাংগঠনিক সম্পাদক জিব্রাইল আমিন, সদস্য-সাইফুল ইসলাম সোহাগ, অন্তর, মনির হোসেন, লিটনসহ ২০০২ ব্যাচের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী।


অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৩ জন বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা পদক প্রদান করা হয়। সবশেষে র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।

এই বিভাগের আরো খবর