শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

পাখি সংঘ

প্রকাশিত: ২০ জুন ২০১৯  

পাখিরা গৃহপালিত নয়
ওরা রোদ আর ছায়ার বিথীতে বাঁচে,

বিশ্বস্ত ডানায় ভর করে তীক্ষ্ণ চোখ
ভাষার ইশারা, টহল দেয় গণ ভবনের আকাশে।

 

ওরা ফিরিয়ে নেয় সভ্যতার অ আ ক খ
শিকারীর হাত কচলানো নৃশংস জরিপ 
দেখে ওরা ডিমে তা দেয়া বন্ধ রাখে।

 

পাখিরা সারা মৌসুমে সবুজের আত্মীয়
মানুষের দোরগোড়া থেকে অদূরে যে সংসার,

সেখানো রোজ রোজ বৈঠকে মিলিত হয়
রিক্রুটমেন্ট হওয়া নতুন কমরেড'স সদস্য, 

 

আকাশের বাসিন্দা হয়ে নীল রেখায় পেতে
রাখে যাবতীয় সংবিধান, ঠোঁটে ঠোঁটে লিখে ফেলে

ওরা রাষ্ট্রদ্রোহী !

উড়তে থাকে মগজের কোষে গুপ্তচর হয়ে।

 

পাখিরা গৃহপালিত নয়,
বরং তারচেয়ে বেশি যাযাবর।

 

মিলন মাহমুদ