শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

পশিদ হত্যা মামলায় একই পরিবারের তিন সদস্য আটক

প্রকাশিত: ১২ জুলাই ২০১৯  

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারের কালাপাহাড়িয়ার মধ্যারচর এলাকার ব্যবসায়ী অহিদ রহমান ওরফে পশিদ হত্যা মামলায় সন্দেহভাজন একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। 

 

আটককৃতরা হলো মধ্যারচর এলাকার এলাকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে এরশাদ মিয়া (৫৫), তার ছেলে সাইজুর (২৮) ও মেয়ে তাসলিমা আক্তার (১৫)। ৭ দিনের রিমান্ড আবেদন করে শুক্রবার সকালে আটককৃতদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। 

 

ঘটনার পর থেকেই তারা পলাতক ছিল। গত বৃহম্পতিবার রাতে রুপগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে হত্যাকান্ডের পর থেকেই নিহতের সহযোগী প্রধান সন্দেহভাজন কাওসার পলাতক রয়েছে। তাকে এখনো আটক করতে পারেনি। সেও আটক হওয়া এরশাদ মিয়ার ছেলে। 

 

এর আগে চলতি বছরের ২৩ মে নিহতের ভাই শহীদ উল্যাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলাটি করে ছিলেন। 

 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের রিমান্ডের আবেদন করে তিনজনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। 

 

প্রসঙ্গত, অহিদুর রহমান ওরফে পশিদ ২২ মে সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। রাতের যে কোনো সময় হত্যাকান্ডের শিকার হন। ২৩ মে মধ্যারচর পূর্বপাড়া এলাকার নীলু হাজির ধৈইঞ্চা ক্ষেতে মরদেহ পড়ে থাকাবস্থায় উদ্ধার করে স্থানীয় কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ । 
 

এই বিভাগের আরো খবর