বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা  

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : “পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করি, কৈশোরকালিন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)  সকালে সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৭-১২ ডিসেম্বর) উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এবারের প্রতিপাদ্যের উপর মূল্যবান বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক বসির উদ্দিন।

 

সদর উপজেলার বিভিন্ন এনজিও, ক্লিনিক ম্যানেজার, মাঠকর্মীদের অংশ গ্রহণে ও  সদর উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে এডভোকেসী সভায় বক্তব্য রাখেন এমও ক্লিনিক ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডাঃ ফাতেমা শিরিন, সদর উপজলা পরিবার পরিকল্পনার সহকারি কর্মকর্তা সদান্দ রায় ও মেডিকেল অফিসার ডাঃ সেলিমা বেগম প্রমূখ।
 

এই বিভাগের আরো খবর