মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

নয়াপুর-পঞ্চমীঘাট সড়ক : নির্মাণের ১৫ দিনে না যেতেই ভেঙ্গেছে স্লাব

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নস্থ নয়াপুর বাজারের পঞ্চমীঘাট রোডে সদ্য নির্মিত ড্রেনের স্লাব মাত্র ১৫ দিনের মধ্যে দুই বার ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতি ও নি¤œমানের সামগ্রী ব্যবহার করাকে দায়ি করেছেন স্থানীয়রা।  

জানা যায়, রোডস এন্ড হাইওয়ের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সম্প্রতি সোনারগাঁয়ের নয়াপুর বাজারে মদনপুর-জয়দেবপুর সড়কের দু’পাশে ড্রেন নির্মাণ করেছে। নয়াপুর টু পঞ্চমীঘাট সড়কে নির্মিত ড্রেনের স্লাবের একটি অংশ নির্মাণের পর যানচলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়ার দিনই ভেঙ্গে পরে। 

এরপর তা ঠিক করার পূর্বেই ১৫ দিনের মধ্যে ড্রেনের মধ্যস্থলে স্লাবের কিছু অংশ আবারও ভেঙ্গে পড়েছে। ফলে জনবহুল এ সড়কটি দিয়ে ছোটবড় হাজারও যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। 

এ ব্যাপারে জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয়রা রোডস এন্ড হাইওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোড়ালো দাবি জানিয়েছেন।    
 

এই বিভাগের আরো খবর