বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

নৌকার জন্য ভ্যাঁ ভ্যাঁ করে কানছে নেত্রীর সামনে গিয়া : শামীম ওসমান

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান এক আওয়ামী লীগ নেতার প্রতি ইঙ্গিত করে বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ, প্রশাসন জানে এখানে কেউ কেউ খেলার চেষ্টা করে। কী করেন? উনি হকারদের লাথি মারেন। পারলে মানুষের মুখে ভাত দেন, লাথি মাইরেননা।

 
নৌকার জন্য ভ্যাঁ ভ্যাঁ করে কানছে নেত্রীর সামনে গিয়া! এহন ক্ষমতায় যাইয়া বলে আমি কোন দলের না। ভাই মনে রাইখেন কিন্তু উনি কোন দলের না। আগামীবার নৌকা চাইয়েন না কিন্তু। নৌকা না চাইলে, নৌকা না পাইলে কিছু পাবেননা। 


শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নবাব সলিমুল্লাহ সড়কের রামকৃষ্ণ মিশনের উল্টোদিকে রাস্তায় ট্রাকে অস্থায়ী মঞ্চে আয়োজিত সমাবেশে শামীম ওসমান এসব কথা বলেন।    


শামীম ওসমান বলেন, আমার তাতে আপত্তি নাই আপনি করেন। আমার খুব লজ্জা লেগেছে জাতির পিতার কন্যা শেখ হাসিনার একজন কর্মী হয়ে, এমপি, মন্ত্রী কিংবা অন্য কেউ হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় হকারদের মারা হচ্ছে। আমি এটা বিশ্বাস করতে চাইনা। মানুষের অভিশাপ লাগবে। মানুষের পেটে লাথি মাইরেনা। ভাত খাইতে দেন। কী করবে? ইয়াবা বেচবে রাস্তার পাশে? আগে খাওয়ার ব্যবস্থা করেন পড়ে উঠান।  


জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, য্গ্মু সম্পাদক আবু জাফর চৌধুরী বীরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ্ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, নাজমুল আলম সজল, আব্দুল করিম বাবু, শফিউদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজিমউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মোহসিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর