শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

‘নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে’

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

স্পোর্টস ডেস্ক: কোভিড-১৯ এর কারণে অনানুষ্ঠানিক লকডাউনের মধ্যে রয়েছে প্রায় গোটা দেশ। এমতাবস্থায় স্বচ্ছল ও মধ্যবিত্ত পরিবারদের তেমন সমস্যা হচ্ছে না। তবে বিপাকে পড়েছে দুস্থ-অসহায় মানুষেরা। 
সরকারীভাবে অনুদান সংগ্রহ করার জন্য একটি নির্দিষ্ট জায়গায় জমায়েত হচ্ছে অনেক মানুষ। সেখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়াজ তুললেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। 
রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, ‘সমালোচনা বাদ দিন। দেশ এখন সংকটময় মুহূর্তে। এই দেশ আপনার আমার সকলের। নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। 
তিনি প্রশ্ন তুলেছেন, ভোটের সময় ভোটার স্লিপ যদি ঘরে ঘরে পৌঁছে দেয়া যেতে পারে, তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?

এই বিভাগের আরো খবর