শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টিনে ২৩৩ জন

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জে নতুন ৪৯ জনকে অন্তর্ভুক্ত করে মোট ২৩৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩ জন।  

বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইমতিয়াজ এই তথ্য জানান।
 
তিনি জানান, বুধবার পর্যন্ত কোয়ারেন্টিনে ছিল ২০১ জন। এদের সাথে নতুন ৪৯ জনকে অন্তর্ভুক্ত করে ২৩৩ জনকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে। ৩ জন রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে। ইতিমধ্যে হোম কোয়ারেন্টিন থেকে অব্যাহতি পেয়েছন ১৪ জন। এরমধ্যে জেলায় নতুন করে আক্রান্তের কোন তথ্য পাওয়া যায়নি।
 

এই বিভাগের আরো খবর