বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের বর্ষবরণ

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯  

স্টাফ রিপোর্টার (স্টাফ রিপোর্টার) :  মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিসানে শুচি হোক ধরা। কবিগুরু এমনিই আকুতি  আমাদের বাঙালি সত্তাকে প্রতি বছরেই নিয়ে যায় ঐতিহ্যের দিকে। নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসবে এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে  নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।  


রোববার (১৪ এপ্রিল ) সকালে সাড়ে ৭টায় দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের  বর্ষবরণ আয়োজনে শামিল হতে সকাল থেকে নানা শ্রেণি - পেশা ও বয়সের মানুষের সমাগম ঘটে। তাদের পরনে রঙিন পোশাক । চোখে- মুখে আনন্দ উচ্ছ্বাস পুরো আয়োজন জুড়েই ছিলো প্রাণোবন্ত পরিবেশ ও দর্শকদের আনন্দ উচ্ছ্বাস।


সকাল সাড়ে ৯ টার দিকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সমাপ্তি হয় মঙ্গলশোভাযাত্রা। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নববর্ষ উপলক্ষে চারদিনব্যাপী  অনুষ্ঠানে আয়োজন করেছে।


এদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় চলছে পহেলা বৈশাখ উদযাপন। নারায়ণগঞ্জ নগরীজুড়ে সাদা পোশাকধারী ২‘শ আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে ।
 

এই বিভাগের আরো খবর