শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘শাওন-ভাদরের গান’

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘শাওন-ভাদরের গান’ শিরোনামে অনুষ্ঠিত হবে সঙ্গীত সন্ধ্যা।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের স্টুডিও থিয়েটার হলে (৫ম তলা) এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 


শাহীন মাহমুদ জানান,‘শাওন-ভাদরের গান’-এ সঙ্গীত পরিবেশন করবেন-এএফএম এহতেশামুল হক, জীবন চৌধুরী, কিশোর মল্লিক, ইকবাল সুমন, শাহীন মাহমুদ, এআর পরাগ, শোয়েব মনির, সুপর্না সাহা এবং দেবিকা পোদ্দার। এছাড়া বাদ্যযন্ত্রে সহযোগিতা করবেন-শহুরে গায়েনের লিড গিটারিস্ট কাম কম্পোজার রনক ইব্রাহীম, কি-বোর্ডিস্ট মারুফ আহমেদ শাওন এবং তবলায় সঙ্গ দেবেন ছোট কৃষ্ণ।


সঙ্গীত সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সঙ্গীতপ্রেমী সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যথা সময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য আনুরোধ করা হয়েছে। 

এই বিভাগের আরো খবর