শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজে মহিলা পরিষদ নেতৃবৃন্দ

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজে অবস্থিত নারী জাগরণের অগ্রদুত বেগম রোকেয়ার ভাস্কর্য অপসারণের বিষয়টি জানার জন্য বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার একটি টীম সরকারী মহিলা কলেজ পরিদর্শন করেন।


বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা টীমের সদস্যদের মধ্যে- সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আন্জুমান আরা আক্সির, সাধারন সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, অর্থ সম্পাদক রেখা গুন, সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস,  লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ পরিদর্শন করেন। 


নেত্রীবৃন্দ বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষের সাথে বিস্তারিত আলোচনা করেন। তিনি বেগম রোকেয়ার ভাস্কর্যটি কলেজ চত্বরে পুন:স্থাপন ও রোকেয়া দিবস পালনের আশ্বাস দেন। এরপর নেত্রীবৃন্দ শহীদ মিনারে রাখা বেগম রোকেয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। 


গত এক বছর আগে মহিলা কলেজের ভবন সংস্কারের সময় বেগম রোকেয়ার ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হয়, নেত্রীবৃন্দ যথাযথ মর্যাদায় দ্রুত ভাস্কর্য পুন:স্থাপনের দাবী জানান।
 

এই বিভাগের আরো খবর