শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

নারায়ণগঞ্জ বেইজড লায়ন্স ক্লাবের দিনব্যাপী সেবামুলক কর্মসূচি

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : অক্টোবর সেবা মাস উপলক্ষে নারায়ণগঞ্জ বেইজড সাতটি লায়ন্স ক্লাব দিনব্যাপী সেবা মুলক কর্মসুচি পালন করেছে।

শনিবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ সকল কর্মসুচির উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫এ২ বাংলাদেশের গভর্নর লায়ন ফখরুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলার প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুন নাহার জহির, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন ফারুক মইন, লায়ন রফিকউদ্দিন ভুইয়া, লায়ন নাসিরউদ্দিন, লায়ন্স জেলা কো-অর্ডিনেটর লায়ন প্রকৌশলী আবদুল ওহাব, রিজিওন চেয়ারম্যান আবদুস সালাম, লায়ন শংকর রায় মনা, লায়ন দেবদাস সাহা, লায়ন এমরান ফারুক মইন রানা, লায়ন আঞ্জুমান আরা আকসির, লায়ন জি এম হায়দার আলী বাবলু, লায়ন মাসুদুজ্জামান শামীম,জোন চেয়ারম্যান লায়ন এডভোকেট নবী হোসেন, লায়ন স্ঈাদুল্লাহ হৃদয় প্রমুখ।

দিনব্যাপী সেবা মুলক কর্মসুচিতে ছিল ফ্রি সুন্নতে খৎনা, ডায়বেটিক পরীক্ষা,রক্ত গ্রুপ পরীক্ষা, চক্ষু ও দন্ত পরীক্ষা,এতিম খানায় খাবার বিতরন,বৃক্ষরোপন সহ বিভিন্ন কর্ম সুচি। এর আগে শহরে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সিটি, গ্রেটার, শীতলক্ষা, গার্ডেন, ফ্রেন্ডস,ভুইয়া, পার্পেলের লায়ন ও লিও সদস্যরা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে চারটি লিও ক্লাবের নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর