বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

না’গঞ্জের রেললাইনের লেভেল ক্রসিংগুলোতে হচ্ছে আন্ডারপাস, ওভারপাস

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) :নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত লেভেল ক্রসিং গেটে আন্ডারপাস/ওভারপাস নির্মাণ করার জন্য একটি সমীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বর্ণিত এলাকার রেললাইনের লেভেল ক্রসিংগুলোতে আন্ডারপাস/ওভারপাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর (ঢাকা-১১) প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

 

রেলমন্ত্রী বলেন, আন্ডারপাস/ওভারপাস নির্মাণ করা হলে ফুটওভার ব্রিজ নির্মাণ করার প্রয়োজন হবে না। তবে যে সকল লেভেল ক্রসিং গেটে আন্ডারপাস/ওভারপাস নির্মাণ করা হবে না, সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে ।

 

 

তিনি বলেন, রাজধানী ঢাকায় বর্তমানে ৩৭টি লেভেল ক্রসিং গেট রয়েছে। বাংলাদেশ রেলওয়ে শুধুমাত্র স্টেশনগুলোতে যাত্রী সাধারণের সুবিধার জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করে থাকে।

‘ট্রেন আসে-যায়, লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যান : দুর্ঘটনার আশঙ্কা’

চলতি বছরের ৮ জানুয়ারি নারায়ণগঞ্জের রেলপথের লেভেল ক্রসিংগুলোর ঝুঁকি নিয়ে ‘ট্রেন আসে-যায়, লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যান : দুর্ঘটনার আশঙ্কা’ শিরোনামে দৈনিক যুগের চিন্তায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 
 

এই বিভাগের আরো খবর