বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

না’গঞ্জে থামছেনা লাশের মিছিল, নভেম্বরে আরো ২৮ লাশ  

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  নারায়ণগঞ্জে হত্যা, দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা মাত্র। বেড়েছে সড়কে বেপোরোয়া যান চলাচলে মানুষের মৃত্যু। প্রতিদিনই খবরের কাগজে নয়তো টিভিরস্ক্রলে চোখ রাখলেই চোখে পড়ছে  কখনও হত্যা, কখনও আত্মহত্যা বা কখনও দুর্ঘটনায় নিহতের ঘটনা। উঠে এসেছে বহু লোমহর্ষক ঘটনা।


নভেম্বরে এর ব্যতিক্রম ছিলো না। থামছেনা লাশের মিছিল।গত এক মাসে পুরো জেলাজুড়ে যোগ হয়েছে আরও ২৮ লাশ।  এর মধ্যে সড়ক দুর্ঘটনায় ৫জনের মৃত্যু হয়েছে এবং ৩ টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 


তথ্যানুসারে, ৩০ নভেম্বর বন্দরে গাছের সাথে দড়ি বেঁধে খেলার সময় মারুফ (৯) নামে এক শিশু গলায় ফাঁস লেগে মৃত্যু হয়। ২৭ নভেম্বর রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের বলাইখাঁ এলাকায় বাস চাপায় আহম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ২৫ নভেম্বর সিদ্ধিরগঞ্জে বাড়িতে লুট করতে এসে দারোয়ান ইমতিয়াজকে হত্যা করে।


 ২৩ নভেম্বর রাতে ফতুল্লার বক্তাবলী খেয়াঘাট সংলগ্ন মুড়ি ফ্যাক্টরির সামনে হারুন (২৭) নামের ব্যাটারি চালিত ইজিবাইক চালককে ছুরিকাঘাত করে খুন করে অজ্ঞাত দূর্বৃত্তরা। আগেরদিন ফতুল্লার শাসনগাঁও মরাখালপাড় সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়।


 ২১ নভেম্বর সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার এলাকায় বিদ্যুৎতাড়িত হয়ে বুলবুল খান (৩৮) নামে একজন জাহাজ নির্মাণ কারখানার ম্যানেজারের মৃত্যু ও ১৯ নভেম্বর ফতুল্লার ইসদাইর এলাকায় ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় যুবক নিহত হয়।


১৫ নভেম্বর ফতুল্লার বক্তাবলীর চরবয়রাগাদী এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় হাসপি আক্তার অপু (৮) নামে শিশু নিহত হয়। একইদিন বন্দরের হরিপুর এলাকায় পারিবারিক কলহের জের ধরে শুভ (২৩) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।


ওইদিন আড়াইহাজারে মুখ বাঁধা অবস্থায় রাকিব (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ১৪ নভেম্বর সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে রতন মোল্লা নামে (৩২) এক যুবকের মৃত্যু হয়।


এর আগে বন্দরে পারিবারিক কলহের জের ধরে শুভ (২৩) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ওইদিন রূপগঞ্জে নারী সংক্রান্ত বিরোধের জেরে মো. মাওলা (১৭) নামে এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠে বন্ধুদের বিরুদ্ধে। ১২ নভেম্বর ফতুল্লায় গার্মেন্টসকর্মী আমেনা বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।


১১ নভেম্বর দুপুরে বন্দরের কেওঢালা এলাকায় ইটভাটার অপরিকল্পিত বিদ্যুৎ লাইনে জড়িয়ে অগ্নিদগ্ধ হয়ে মো. হান্নান (১২) এক শিশুর মৃত্যু হয়। একইদিন রূপগঞ্জ উপজেলায় অবস্থিত ফকির ফ্যাশন গার্মেন্টস-এর লিফট ছিঁড়ে শহিদুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক নিহত হন।


 ১০ নভেম্বর সিদ্ধিরগঞ্জে তানিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ তার ঘর থেকে উদ্ধার করা হয়। একইদিন সানারপাড় পূর্ব বাগমারা এলাকায় ডালিয়া (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করে। ৯ নভেম্বর রূপগঞ্জে নিখোঁজের সাত মাস পর লিটন মিয়া (৪৫) নামের এক রংমিস্ত্রীর  কঙ্কাল উদ্ধার করে পুলিশ।


 ৮ নভেম্বর দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করে শ্যামল দাস (৩০) নামে এক যুবক। একইদিন সকালে ফতুল্লায় পরিবারের সদস্যদের সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সুমন (৩০) নামের এক মাদকাসক্ত যুবক। ওইদিন রাতেই নারায়ণগঞ্জের মাসদাইর পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম ইজিবাইক চাপায় নিহত হয়।


৭ নভেম্বর আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে ছাদিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। ৬ নভেম্বর হাজীগঞ্জ এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. আব্দুল্লাহ (১২) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। ৫ নভেম্বর নগরীর গলাচিপা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়।


৪ নভেম্বর সকালে আড়াইহাজারে ছেলেকে জেএসসি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয় বাবা। ৩ নভেম্বর ১নং বাবুরাইল মুন্সিবাড়ি এলাকায় ভবন ধসের ঘটনায় দু‘জন শিশু নিহত হয়। ১ নভেম্বর আড়াইহাজারে ছোট ফাউসা এলাকায় কুকুরের কামড়ে আব্দুল ওহাব (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর