বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

না’গঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১’র ৫ম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১’র ৫ম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ জানুয়ারী) সকালে সোনারগাঁও থানাধীন কাঁচপুর চেঙ্গাইন এলাকার নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ণ বোর্ডের ফিল্ড গভেষনা কর্মকর্তা আব্দুল আলিম।


নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১’র পরিচালনা বোর্ডের সভাপতি তানজিমের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ,নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১’র সিনিয়র জেনারেল ম্যানেজার সাইরুল ইসলাম।


এ সময় বক্তারা পল্লীবিদ্যুতের সঠিক প্রয়োগ সম্পর্কে বিষদ আলোচনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের বিদ্যুৎ সাশ্রয় সম্পর্কে ম্যাসেজ গ্রাহকদের অবহিত করেন। 


এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা সমিতি-১’র বোর্ডের সহ-সভাপতি আনোয়ার হোসেন, পরিচালনা সমিতি বোর্ড-২’র সচিব হাফিজুর রহমান,কোষাধ্যক্ষ তানিয়া জাহান,সমিতি বোর্ড-৩’র পরিচালক মোস্তফা কামাল, বোর্ড ৬’র পরিচালক শওকত আলী,এলাকা নং (৭) এর পরিচালক হাজী মোঃ তোতা,মহিলা পরিচালক জাকিয়া সুলতানা,লুৎফা বেগম,কবির হোসেন, ওবায়দউল হক ভূইয়া,নাজমুল হাসান,আঃ আলীমসহ নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১’র বন্দর জোনালের ডিজিএম, সোনারগাঁ জোনের ডিজিএম, তারাবো ডিজিএম, মদনপুর ডিজিএম প্রমূখ।


এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীণ ২লক্ষ ৬৭হাজার ১২১জন গ্রাহকের মধ্যে নিয়মিত বিদ্যুৎ বিল ও সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহার কারীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পরিশেষে লটারীর মাধ্যমে বিজয়ীদের মাঝেও উপহার প্রদান করা হয়।
 

এই বিভাগের আরো খবর